রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:০৭ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

ইয়াবাসেবী ও বিক্রেতা ছেলেকে পুলিশে সোপর্দ করলেন পিতা

  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৯

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের সিংগা বাজার এলাকার ইয়াবা সেবনকারী ও বিক্রেতা হোসাইন সেখ(২৮)কে পুলিশে সোপর্দ করেছেন তার পিতা মোহাম্মদ আলী জিন্নাহ।
জিন্নাহর সহযোগিতায় রাজবাড়ী থানার এনসের আলী গতকাল ১৮ই ফেব্রুয়ারী সকালে শ্রীপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে হোসাইন সেখকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ব্যাপারে মোহাম্মদ আলী বলেন, হোসাইন বেশ কিছুদিন যাবৎ মাদকদ্রব্য সেবন ও বিক্রি করে আসছে। নেশার টাকার জন্য সে বাড়ীতে ভাংচুর ও পরিবারের সদস্যদের মারধর করে। এতে পরিবারের সবাই অতিষ্ট হয়ে পড়েছে। গত শুক্রবার সে বাড়ীতে এসে মোটা অংকের টাকা দাবী করে। তিনি দাবীকৃত টাকা অস্বীকার করায় হোসাইন ততাকে পিটিয়ে আহত করে। এছাড়াও সে তাকে খুনের পাঁয়তারা করতে থাকে। তাই নিরুপায় হয়ে তাকে পুলিশের হাতে তুলে দিয়েছি।
রাজবাড়ী থানার এসআই এনসের আলী বলেন, হোসাইনকে তার বাবার সহযোগিতায় শ্রীপুর বাস টার্মিনালের জনৈক কামালের দোকানের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার প্যান্টের পকেট থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সে ইয়াবাগুলো সেবন ও বিক্রির উদ্দেশ্যে বাগমারা এলাকার জনৈক খোকনের কাছ থেকে এনেছিল বলে দাবী করেছে। এ ঘটনায় হোসাইন ও খোকনকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!