॥তনু সিকদার সবুজ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা স্কাউটসের আয়োজনে গতকাল ১৮ই ফেব্রুয়ারী দুপুরে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে ‘আমার গ্রাম, আমার শহর’ উন্নয়নকরণ কমিটির সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটসের সভাপতি মোঃ মাসুম রেজার সভাপতিত্বে সভায় কমিটির সদস্য উপজেলা কৃষি অফিসার মোঃ সাখাওয়াত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও স্কাউটস কমিশনার কাজী এজাজ কায়সার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিদা খানম, সমাজসেবা কর্মকর্তা অজয় কুমার হালদার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব-অফিসার মোঃ ইউসুফ হোসেন, উপজেলা স্কাউটসের সম্পাদক অখিল কুমার কুন্ডু, চামটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুষ্প রাণী রায়, চামটা আদর্শ নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সন্ধ্যা রাণী রায় প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটসের সভাপতি মোঃ মাসুম রেজা বলেন, বাংলাদেশ স্কাউটস আর্তমানবতার সেবায় নিয়োজিত থেকে সমাজ উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমান সরকার দেশের প্রতিটি উপজেলার একটি করে গ্রামকে নির্বাচন করে সেখানে আধুনিক নগর সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। সেটি বাস্তবায়নে বাংলাদেশ স্কাউটস দৃঢ় প্রতিজ্ঞ। এই লক্ষ্যে বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের চামটা গ্রামকে নির্বাচন করে ‘আমার গ্রাম, আমার শহর’ উন্নয়নকরণে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।