॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের আমতলা বাজারে অবস্থিত নিউ হোপ কিন্ডার গার্টেন স্কুলের ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে।
গতকাল ১৮ই ফেব্রুয়ারী সকালে স্থানীয় আইডিয়াল একাডেমীর মাঠে প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে নিউ হোপ কিন্ডার গার্টেনের পরিচালনা পর্ষদের সভাপতি চৌধুরী ফজলে রাব্বীর সভাপতিত্বে আইডিয়াল একাডেমীর প্রধান শিক্ষক আব্দুল আলীম, নিউ হোপ কিন্ডার গার্টেনের অধ্যক্ষ আব্দুর রশিদ, ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মাসুদ কিরণ, বালিয়াকান্দি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুজ্জামান লিটন, নাজমুল হক স্বদেশ, বিদ্যালয়ের শিক্ষিকা মমতাজ বেগম, আঞ্জুয়ারা বেগম, পপি ভদ্র, সালেহা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন নিউ হোপ কিন্ডার গার্টেনের শিক্ষক মোঃ আব্দুল্লাহ।