রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:০১ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ী জেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানেই শহীদ মিনার নেই !

  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৯

॥হেলাল মাহমুদ॥ আর দু’দিন পরই অমর একুশে ফেব্রুয়ারী। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলাদেশসহ বিশ্বব্যাপী দিবসটি উদযাপিত হবে। ৫২’তে এই মাতৃভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য যারা জীবন উৎসর্গ করেছিল তারা ছিল শিক্ষার্থী। অথচ স্বাধীনতার প্রায় অর্ধশত বছর পরে এসেও রাজবাড়ী জেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানেই শহীদ মিনার নেই।
জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) শামসুন্নাহার চৌধুরী জানান, রাজবাড়ী জেলার ৫টি উপজেলায় ৭৪টি মাদরাসা রয়েছে। এর মধ্যে মাত্র ১টিতে শহীদ মিনার রয়েছে। বাকী ৭৩টিতে কোন শহীদ মিনার নেই। এছাড়া ১৪৮টি হাই স্কুলের মধ্যে ৯৩টিতে শহীদ মিনার রয়েছে। বাকী ৫৫টিতে শহীদ মিনার নেই।
অপরদিকে প্রাথমিক শিক্ষা অফিসগুলোতে খোঁজ নিয়েও প্রায় একই রকমের চিত্র পাওয়া গেছে। রাজবাড়ী সদর উপজেলা শিক্ষা অফিসার নাসরিন আক্তার জানান, উপজেলার ১৩৫টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১০টিতে শহীদ মিনার আছে। বাকী ১২৫টি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নেই। বালিয়াকান্দি উপজেলা শিক্ষা অফিসার সিরাজুল ইসলাম বিশ্বাস জানান, উপজেলার ৯৯টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২০টিতে শহীদ মিনার আছে। বাকী ৭৯টি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নেই। গোয়ালন্দ উপজেলা শিক্ষা অফিসার আব্দুল মালেক জানান, উপজেলার ৫১টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৪টিতে শহীদ মিনার আছে। বাকী ৪৭টিতে শহীদ মিনার নেই। পাংশা উপজেলা শিক্ষা অফিসার মোঃ বছির উদ্দিন জানান, উপজেলার ১২১টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৫টিতে শহীদ মিনার আছে। বাকী ১১৬টি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নেই।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!