রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৫৪ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

দৌলতদিয়া পতিতাপল্লীতে বিক্রির চেষ্টাকালে এক কিশোরীকে উদ্ধার

  • আপডেট সময় সোমবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৯

॥এম.এইচ আক্কাস॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পতিতাপল্লীতে বিক্রির চেষ্টাকালে গত ১৬ই ফেব্রুয়ারী বিকালে এক কিশোরী(১৫) অল্পের জন্য রক্ষা পেয়েছে। সে নেত্রকোনা জেলার মহনগঞ্জ উপজেলার বড়ান্ত গ্রামের বাসিন্দা এবং ঢাকার সাভার এলাকার একটি গার্মেন্টসের কর্মী।
এ ঘটনায় সহযোগিতার দায়ে পুলিশের হাতে আটক এলাহি মিয়া(২৫) নামের এক যুবককে গতকাল ১৭ই ফেব্রুয়ারী দুপুরে এক মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সে কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার পশ্চিম চাওলা গ্রামের মিলন মিয়ার ছেলে এবং সাভার এলাকার অটোরিক্সা চালক।
উদ্ধার হওয়া কিশোরী জানায়, সে নেত্রকোনা জেলার বড়ান্ত আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে গত বছর জেএসসি পাস করেছে। ৭বছর আগে তার বাবার মৃত্যু হয়। তার মা সাভার এলাকার একটি গার্মেন্টসে চাকুরীর সুবাদে সেখানে তার সাথে বসবাস করত। গত ৬মাস আগে তার মা পুনরায় বিয়ে করে অন্য সংসারে চলে যায়। এতে তারা ৩ ভাই-বোন অসহায় হয়ে পড়ে। বেঁচে থাকার তাগিতে সে লেখাপড়া ছেড়ে সাভার এলাকার এসকে কবির মাস্টার গার্মেন্টসে কাজ নেয়। একপর্যায়ে সাভার পানপাড়া এলাকার বাবুল শেখের ছেলে অভি শেখের(১৮) সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ১৪ই ফেব্রুয়ারী অভি তাকে বিয়ের প্রস্তাব দিয়ে জানায় আপাতত তার পরিবার এ বিয়ে মেনে নিবে না। তাই গোয়ালন্দের দৌলতদিয়ায় তার এক খালা বাড়ী আছে। সেখানে গিয়ে তারা বিয়ে করবে। এ প্রস্তাবে রাজি হলে গত শনিবার (১৬ই ফেব্রুয়ারী) অভি তার বন্ধু এলাহি মিয়ার সাথে তাকে দৌলতদিয়ায় পাঠিয়ে দেয়। পাঠানোর সময় বলে দেয়, তোমরা দৌলতদিয়ায় গেলে আমার খালা এসে তোমাদের নিয়ে যাবে। সে মোতাবেক তারা দৌলতদিয়া এসে একটি খাবার হোটেলে বসে খাওয়া-দাওয়া করে সেখানেই অভির জন্য অপেক্ষা করতে থাকে। হোটেল কর্মচারীদের সন্দেহ হলে তারা পার্শ্ববর্তী নৌ-পুলিশ ফাঁড়িতে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞাসাবাদ করে অভির ফোনে কল করে কথা বলে। ঘটনাটি পুলিশ জানতে পেরেছে বোঝার পর পরই সে ফোন কেটে দিয়ে মোবাইল বন্ধ করে ফেলে। পরে সন্ধ্যায় গোয়ালন্দ ঘাট থানার পুলিশ সেখান থেকে তাদেরকে থানায় নিয়ে আসে।
গোয়ালন্দ ঘাট থানার পরিদর্শক(তদন্ত) মোঃ আমিনুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে ওই কিশোরীকে বিক্রির জন্যই কৌশলে দৌলতদিয়ায় আনা হয়েছিল। গতকাল রবিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) আব্দুল্লাহ আল মামুন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আটক এলাহীকে এক মাসের কারাদন্ড প্রদান করেন এবং উদ্ধারকৃত কিশোরীকে তার বৈধ অভিভাবকেদের কাছে হস্তান্তরের নির্দেশ দেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!