॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ বাংলাদেশ জমিয়াতুচ্ছালেকিন এর রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের রসুলপুর মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত ৩দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলের আখেরী মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে।
গতকাল ১৭ই ফেব্রুয়ারী সকাল সাড়ে ৭টায় ‘অন্ধ পীর’ হিসেবে খ্যাত রসুলপুর দরবার শরীফের পীর মাওলানা আব্দুল মতিন নেছারীর আখেরী মোনাজাত পরিচালনার মধ্য দিয়ে মাহফিল সমাপ্ত হয়। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ওলামায়ে কেরামগণসহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমান এই তাফসিরুল কোরআন মাহফিলে অংশগ্রহণ করেন।