॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী কিন্ডার গার্টেনের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল ১৬ই ফেব্রুয়ারী দুপুরে শহরের কলেজপাড়ায় আছিয়ালজে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে শিশু শ্রেণী থেকে শুরু করে ৫ম শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীদের মেধা পুরস্কারসহ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার শিক্ষার্থীদের হাতে এসব পুরস্কার তুলে দেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে সাবেক জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ী কিন্ডারগার্টেনের অধ্যক্ষ নুরুল হক আলম।