রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:০০ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

প্রাইম ব্যাংক ইয়াং টাইগার্স ক্রিকেটের রাজবাড়ী জেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • আপডেট সময় রবিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৯

॥শেখ আলী আল মামুন॥ প্রাইম ব্যাংক ইয়াং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের রাজবাড়ী জেলা পর্যায়ের ফাইনাল খেলা গতকাল ১৬ই ফেব্রুয়ারী সকালে কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয় এবং অংকুর স্কুল এন্ড কলেজ পরস্পরের মুখোমুখি হয়। রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয় টসে জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয়। অংকুর স্কুল এন্ড কলেজ ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারের মধ্যে ৪০ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ১৪৫ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয় ৩৬ ওভার ১ বলে ৭ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে ৩ উইকেটে বিজয়ী হয়। রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের আমিন মন্ডল ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়।
খেলা শেষে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোঃ হেদায়েত আলী সোহ্রাব, গোলাম মাওলা, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি, সহ-সম্পাদক দেবদাস চক্রবর্তী পুলক, সদস্য হুমায়ুন কবির চৌধুরী স্বপন, সিয়াদত আলী টগর, মঞ্জুর মোর্শেদ বাদশা, আব্দুল কুদ্দুস জিকো প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় গত ২৩শে জানুয়ারী থেকে কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে জেলা পর্যায়ের খেলা শুরু হয়। ২টি গ্রুপে বিভক্ত হয়ে ৮টি স্কুল ক্রিকেট দল এতে অংশগ্রহণ করে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!