॥শেখ আলী আল মামুন॥ প্রাইম ব্যাংক ইয়াং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের রাজবাড়ী জেলা পর্যায়ের ফাইনাল খেলা গতকাল ১৬ই ফেব্রুয়ারী সকালে কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয় এবং অংকুর স্কুল এন্ড কলেজ পরস্পরের মুখোমুখি হয়। রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয় টসে জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয়। অংকুর স্কুল এন্ড কলেজ ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারের মধ্যে ৪০ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ১৪৫ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয় ৩৬ ওভার ১ বলে ৭ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে ৩ উইকেটে বিজয়ী হয়। রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের আমিন মন্ডল ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়।
খেলা শেষে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোঃ হেদায়েত আলী সোহ্রাব, গোলাম মাওলা, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি, সহ-সম্পাদক দেবদাস চক্রবর্তী পুলক, সদস্য হুমায়ুন কবির চৌধুরী স্বপন, সিয়াদত আলী টগর, মঞ্জুর মোর্শেদ বাদশা, আব্দুল কুদ্দুস জিকো প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় গত ২৩শে জানুয়ারী থেকে কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে জেলা পর্যায়ের খেলা শুরু হয়। ২টি গ্রুপে বিভক্ত হয়ে ৮টি স্কুল ক্রিকেট দল এতে অংশগ্রহণ করে।