॥হেলাল মাহমুদ॥ বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে গত ১৪ই ফেব্রুয়ারী সন্ধ্যায় ‘ভালোবাসায় গোয়ালন্দ’ নামের একটি সংগঠনের উদ্যোগে গোয়ালন্দ বাজারের কাঠপট্টিতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে পুরষ্কারপ্রাপ্ত লোকসঙ্গীত শিল্পী তৌকির আহম্মেদ এবং ভায়োলিন পলাশসহ স্থানীয় অন্যান্য শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে। বিপুল সংখ্যক দর্শক অনুষ্ঠানটি উপভোগ করেন।
অনুষ্ঠানে ফরিদপুরের একটি রক্তদাতা সংগঠনের স্মৃতি ইসলামসহ কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন। তারা সকলকে স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করেন।