॥মাহফুজুর রহমান॥ রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের গোয়ালন্দ মোড়ের পাটোয়ারী বাড়ীর উদ্যোগে ২দিনব্যাপী ৫৯তম বাৎসরিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শেষ দিনে গত ১৪ই ফেব্রুয়ারী রাতে প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন ঢাকার দক্ষিণ মহাখালী জামে মসজিদের খতিব হয়রত মাওলানা আল্লামা মোঃ আব্দল্লøাহ আল-আমিন।
বিশেষ বক্তা হিসেবে ওয়াজ করেন ঢাকার যাত্রাবাড়ীর হয়রত মাওলানা মোঃ তোফাজ্জেল হোসেন রায়পুরী এবং ভান্ডারিয়া দরবার শরীফের ছোট হুজুর হয়রত মাওলানা মোঃ মোস্তফা সিরাজুল কবীর।
অন্যান্যের মধ্যে হয়রত মাওলানা মোঃ শাহ্ এহতেসামুল হক আব্বাসীসহ স্থানীয় ওলামায়ে কেরামগণ ওয়াজ করেন। জিকির পরিচালনা করেন হয়রত মাওলানা মোঃ শাহ্ মোঃ মাহদিউল হক মোর্শেদ। সভাপতিত্ব করেন মাহফিল পরিচালনা কমিটির সভাপতি আব্দুল লতিফ পাটোয়ারী এবং পরিচালনায় ছিলেন মাহফিল কমিটির সাধারণ সম্পাদক মোঃ কালু পাটোয়ারী। ওয়াজ শেষে তবারক বিতরণ করা হয়।