যৌনকর্মী শশীর টাকা ও স্বর্ণালংকারের লোভে তাকে খুনের পরিকল্পনা করে রনি ও তার বন্ধু - দৈনিক মাতৃকণ্ঠ
শুক্রবার, ০৭ মার্চ ২০২৫, ০১:০১ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

যৌনকর্মী শশীর টাকা ও স্বর্ণালংকারের লোভে তাকে খুনের পরিকল্পনা করে রনি ও তার বন্ধু

  • আপডেট সময় শনিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৯

॥এম.এইচ আক্কাস॥ দৌলতদিয়া পতিতাপল্লীর যৌনকর্মী শাহনাজ পারভীন ওরফে শশী(২৭) এর টাকা ও স্বর্ণালংকারের লোভে তাকে খুনের পরিকল্পনা করে রনি ও তার বন্ধু।
শশী খুনের ঘটনায় গ্রেফতারকৃত রনি মোল্লা(২২) পুলিশকে এ কথা বলেছে। সে মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার গালা ইউনিয়নের কৌড়ি গ্রামের সোহরাব মোল্লার ছেলে।
গোয়ালন্দ ঘাট থানার পরিদর্শক(তদন্ত) মোঃ আমিনুল ইসলাম জানান, ঘাতক রনি ও তার বন্ধু এর আগে একাধিকবার শশীর ঘরে খদ্দের হয়ে এসেছিল। সে সময় যৌনকর্মী শশীর নগদ টাকা ও স্বর্ণালংকারের উপর নজর পড়ে তাদের। তারা শশীকে খুন করে তার ঘর থেকে সেগুলো লুট করার পরিকল্পনা করে। সে অনুযায়ী গত ১৪ই ফেব্রুয়ারী রাত ৮টার দিকে রনি খদ্দের হয়ে শশীর ঘরে প্রবেশ করে এবং তার বন্ধু বাইরে অপেক্ষায় থাকে। যৌনকর্ম করার সময় বিশেষ মুহুর্তে রনি শশীর গলায় ছুরি দিয়ে টান দেয়। এ সময় শশী চিৎকার দিয়ে বিছানা থেকে নেমে গেলে রনি তাকে পিছন থেকে ছুরি দিয়ে কোপাতে থাকে। একপর্যায়ে শশী ঘরের দরজা খুলে সেখানে পড়ে যায়। এ সময় স্থানীয়রা ছুটে এসে রনিকে ছুরিসহ হাতেনাতে আটক করে পুলিশে খবর দেয়। আহত শশীকে উদ্ধার করে প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থা খারাপ হওয়ায় সেখান থেকে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নেয়ার পথেই শশীর মৃত্যু হয়।
ইন্সপেক্টর মোঃ আমিনুল ইসলাম আরও জানান, গ্রেফতারকৃত রনি হত্যাকান্ডের বিষয়ে পুলিশের কাছে সবকিছু স্বীকার করেছে। তার সহযোগী বন্ধুকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় দৌলতদিয়া পতিতাপল্লীর যৌনকর্মীদের মধ্যে আতংকের সৃষ্টি হয়েছে। সাম্প্রতিককালে একই কায়দায় যৌনকর্মীদের গলা কেটে হত্যা ও হত্যার চেষ্টার ঘটনায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। বিভিন্ন ক্ষেত্রে প্রতারিত হয়ে জীবনের সবকিছু হারিয়ে এই অন্ধকার জীবন বেছে নেয়া মানুষগুলোকে এভাবে বিষয়টি তাদের মধ্যে উৎকণ্ঠার সৃষ্টি করেছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!