॥রবিউল খন্দকার॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পতিতাপল্লীতে আবারো এক যৌনকর্মীকে গলা কেটে হত্যা করা হয়েছে।
গতকাল ১৪ই ফেব্রুয়ারী রাতে পতিতাপল্লীর কল্পনা বাড়ীওয়ালীর বাড়ীতে শাহনাজ পারভীন(২৫) নামের ওই পতিতাকে গলা কেটে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় রনি মোল্লা(২২) নামের এক খদ্দেরকে স্থানীয়দের সহয়তায় পুলিশ গ্রেফতার করেছে। তার বাড়ী মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলায়।
পতিতাপল্লী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে রনি মোল্লা যৌনকর্মী শাহনাজের ঘরে ঢোকে। কিছুক্ষণ পর শাহনাজ জোরে চিৎকার করে উঠলে রনি মোল্লা ঘরের দরজা খুলে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আশপাশের লোকজন তাকে ধারালো ছুরিসহ আটক করে। এরপর শাহনাজের ঘরে গিয়ে তাকে রক্তাক্ত গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে রনি মোল্লাকে গ্রেফতার করে।