॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা আহম্মেদ ব্যক্তিগত উদ্যোগে গতকাল ১২ই ফেব্রুয়ারী সকালে উপজেলার যশাই ইউপির নিভাকৃষ্ণপুর গ্রামের দরিদ্র পরিবারের লোকজনের মাঝে কম্বল বিতরণ করেন।
জানাগেছে, নিভাকৃষ্ণপুর গ্রামের দরিদ্র ৬০টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন তিনি। মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা আহম্মেদের ব্যক্তিগত উদ্যোগে কম্বল বিতরণের কার্যক্রমকে গ্রামবাসী লোকজন প্রশংসা করেছেন। দরিদ্র পরিবারের লোকজন মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা আহম্মেদের হাত থেকে কম্বল পেয়ে খুশি হন।
কম্বল বিতরণের সময় মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা আহম্মেদের স্বামী অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা মোঃ নাজিম উদ্দিন, সাংবাদিক মোঃ মোক্তার হোসেনসহ গ্রামবাসী লোকজন উপস্থিত ছিলেন।