॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা স্কাউটসের আয়োজনে গতকাল ১২ই ফেব্রুয়ারী সকালে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও কাব ইউনিট লিডারদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
বালিয়াকান্দি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও উপজেলা স্কাউটসের সহ-সভাপতি সিরাজুল ইসলাম বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটসের সভাপতি মোঃ মাসুম রেজা।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্কাউটসের সম্পাদক ও বালিয়াকান্দি সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক অখিল কুমার কুন্ডু। অন্যান্যের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও উপজেলা স্কাউটসের কমিশনার কাজী এজাজ কায়সার, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মিজানুর রহমান, উপজেলা স্কাউটসের যুগ্ম-সম্পাদক ও স্বাবলম্বী ইসলামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, উপজেলা স্কাউটসের সহকারী কমিশনার ও বহরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিপ্লব কুমার পাল, সহকারী কমিশনার আক্কাচুজ্জামান, বসন্ত কুমার কর্মকার, কাব স্কাউট লিডর হরষিৎ ঘোষ প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও ইউনিট লিডারগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা স্কাউটস ও কাবিং কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে নিয়মিত প্যাক মিটিং বাস্তবায়ন করাসহ বালিয়কান্দি উপজেলাকে স্কাউট উপজেলা হিসেবে ঘোষণা করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।