॥তনু সিকদার সবুজ॥ সরকারী নিয়ম না মেনে ইট ভাটা পরিচালনা করায় রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের ২টি ইট ভাটাকে ১লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুম রেজা গতকাল ১২ই ফেব্রুয়ারী দুপুরে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
অভিযানকালে জামালপুর ইউনিয়নের আলোকদিয়া গ্রামে অবস্থিত আওয়ামী লীগ নেতা একেএম ফরিদ হোসেন বাবু মিয়ার মেসার্স রনি ব্রিকসকে ৫০ হাজার টাকা এবং জামালপুর গ্রামে অবস্থিত আয়নাল হক দেওয়ানের ইট ভাটাকে ৫০হাজার টাকা জরিমানা করা হয়। বালিয়াকান্দি থানা পুলিশের একটি দল ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা জানান, সরকারী নিয়ম না মেনে ইটভাটা পরিচালনা করায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন(নিয়ন্ত্রণ) আইন-২০১৩ এর ১৬ ধারায় তাদেরকে এই জরিমানা করা হয়।