বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:৪৬ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের নিরাপত্তা প্রহরীর চিকিৎসায় এগিয়ে এলেন সহকর্মীরা

  • আপডেট সময় বুধবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৯

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের নিরাপত্তা প্রহরী আব্দুস সালাম মোল্লার অসুস্থতাজনিত চিকিৎসার সহায়তায় এগিয়ে এলেন সহকর্মী কর্মচারীরা।
গতকাল ১২ই ফেব্রুয়ারী সকালে তারা তাদের নিজেদের সংগৃহীত ৩৮হাজার ২শত টাকা জেলা প্রশাসক মোঃ শওকত আলীর মাধ্যমে আব্দুস সালাম মোল্লার স্ত্রী আন্না খাতুনের হাতে তুলে দেন।
এ সময় কালেক্টরেট ক্লাবের সাধারণ সম্পাদক মকবুল হোসেন খান, বাকাসস’র জেলা শাখার সভাপতি আবু দাইয়ান মোল্লা জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী লিটন, রফিকুল ইসলাম, গোলাম পাঞ্জাতন, খালেদা ফেরদৌস লক্ষ্মী, আফরোজা চৌধুরী ও নাসরীন আক্তার অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নিরাপত্তা প্রহরী আব্দুস সালাম মোল্লার পিত্তথলিতে সমস্যা দেখা দিলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে গত ২১শে জানুয়ারী তার পিত্তথলির টিউমার অপারেশনের জন্য তাকে ঢাকায় রেফার করা হয়। অসুস্থ সহকর্মীর চিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সকল শ্রেণীর কর্মচারীরা ২৬হাজার ১শত টাকা এবং সকল উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ভূমি অফিসের কর্মচারীরা ১২হাজার ১শত টাকাসহ সর্বমোট ৩৮হাজার ২শত টাকা সংগ্রহ করে জেলা প্রশাসকের মাধ্যমে তার স্ত্রীর কাছে হস্তান্তর করেন। এছাড়া জেলা প্রশাসক মোঃ শওকত আলী তার স্বেচ্ছাধীন তহবিল থেকে আব্দুস সালামের চিকিৎসার জন্য আরও ১০ হাজার টাকা প্রদান করেছেন। জেলা প্রশাসক ও সহকর্মী কর্মচারীদের এই সহযোগিতায় অসুস্থ সালাম মোল্লার স্ত্রী আন্না খাতুন কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!