॥মনির হোসেন॥ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা এবং মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভা গতকাল ১১ই ফেব্রুয়ারী সকালে উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহারের সভাপতিত্বে সভা দু’টিতে কালুখালী সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল হাসান, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জিলরুর রহমান, কালুখালী থানার পরিদর্শক(তদন্ত) মোঃ শহিদুল ইসলাম, কালুখালী সরকারী কলেজের সহকারী অধ্যাপক প্রতিমা রাণী বিশ্বাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তনয় চক্রবর্তী শম্ভু, রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, মাঝবাড়ী ইউনিয়ণ পরিষদের চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম, মৃগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুজ্জামান সাগর, রতনদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খন্দকার আনিছুল হক বাবু ও সাধারণ সম্পাদক শাহ আজিজ প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক, বাল্য বিবাহ, জঙ্গীবাদ, সন্ত্রাসসহ বিভিন্ন অপকর্ম রোধে জনসচেতনতা গড়ে তোলা ইত্যাদি বিষয়ে আলোচনা এবং যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।