॥তনু সিকদার সবুজ॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা আইন-শৃঙ্খলা ও সন্ত্রাস-নাশকতা প্রতিরোধ কমিটির ২টি মাসিক সভা গতকাল ১১ই ফেব্রুয়ারী সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজার সভাপতিত্বে সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য আব্দুল হান্নান মোল্লা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, বালিয়াকান্দি থানার ওসি একেএম আজমল হুদা, উপজেলা শিক্ষা অফিসার সিরাজুল ইসলাম বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এজাজ কায়সার, বালিয়াকান্দি সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কুমারেশ সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মতিন ফেরদৌস, উপজেলা মহিলা বিষয়ক অফিসার তাহমিদা খানম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি রঘুনন্দন সিকদার, বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নায়েব আলী শেখ, জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুছ আলী সরদার ও বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুতুব উদ্দিন মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় আইন-শৃঙ্খলা ও সন্ত্রাস-নাশকতা প্রতিরোধ সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করা হয়।