॥মনির হোসেন॥ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল ১১ই ফেব্রুয়ারী বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ১০০জন আদিবাসী শিক্ষার্থীর মধ্যে অভিধান ও স্কুল ব্যাগ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার তাদের মধ্যে এই শিক্ষা উপকরণ বিতরণ করেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সাদিয়া ইসলাম লুনা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জিল্লুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) আব্দুর রশিদ, রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, বোয়ালিয়া ইউনিয়ন পরিষেেদর সদস্য করিম মোল্লা, আদিবাসী নেতা রাম প্রসাদ সরকার, কুমারেশ সরকার ও কাঞ্চন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
শিক্ষা উপকরণ বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার আদিবাসী শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি মনোযোগী হওয়ার পরামর্শ দেন।