॥স্টাফ রিপোর্টার॥ পাংশা উপজেলার মেঘনা খামারপাড়ায় এক সন্তানের জননীকে আখ দিয়ে পিটিয়ে আহত করে ধর্ষণ করা হয়েছে। এ অভিযোগে গত ৩রা ফেব্রুয়ারী রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছেন ওই নারী।
মামলায় ধর্ষক মেঘনা খামারপাড়া গ্রামের মোছলেম প্রামানিকের ছেলে মুক্তার প্রামানিককে আসামী করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ওই নারী গত ৩০শে জানুয়ারী দুপুরে একই উপজেলা যশাই ইউনিয়নের পূর্ব বালিয়া গ্রামে স্বামীর বাড়ী থেকে ৪বছরের শিশু সন্তানকে নিয়ে মেঘনা খামারপাড়া গ্রামে বাবার বাড়ী যাচ্ছিলেন। বাবার বাড়ীর একটু অদুরে আখ ক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় ওই গ্রামের মুক্তার প্রামানিক তাকে কু-প্রস্তাব দেন। এতে সে রাজী না হলে মুক্তার তাকে আখ দিয়ে পিটিয়ে আহত করাসহ ক্ষেতের মধ্যে নিয়ে ধর্ষণ করে। এ সময় তার শিশু সন্তান দৌড়ে নানা বাড়ীতে গিয়ে তাদের ডেকে আনলে মুক্তার প্রামানিক পালিয়ে যায়।
এ ঘটনায় ওই নারী আদালতে মামলাটি দায়ের করেন।