॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় গতকাল সোমবার দুপুরে ন্যাশনাল সার্ভিসে কর্মরত সদস্যদের এক সভায় ন্যাশনাল সার্ভিস একতা কল্যাণ পরিষদ নামে ৬১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির মোঃ রেজাউল করিম রেজা সভাপতি ও বাচ্চু মিয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
জানা যায়, গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে পাংশা উপজেলা পরিষদের পেছনে পুকুর পাড়ে ন্যাশনাল সার্ভিসে কর্মরত কয়েকশত সদস্য সভায় মিলিত হন। সভায় ন্যাশনাল সার্ভিসে কর্মরত সদস্যদের চাকুরী জাতীয়করণের লক্ষ্যে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা পরিচালনার জন্য কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।