সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:০৯ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ী জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা

  • আপডেট সময় সোমবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৯

॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১০ই ফেব্রুয়ারী সকাল ১০টায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা কালেক্টরেটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে সভায় কমিটির সদস্যদের মধ্যে ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খান, সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বক্স, পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) আলমগীর হুছাইন, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী খান এ শামীম, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী (চঃ দাঃ) কে.বি.এম সাদ্দাম হোসেন, জেলা জাসদের (ইনু) সভাপতি বীর মুক্তিযোদ্ধা আহমেদ নিজাম মন্টু প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ এম.এ খালেক, বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসনের সহকারী কমিশনার, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা ও কমিটির অন্যান্য সদস্যগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ শওকত আলী বলেন, দেশের উপজেলা পরিষদগুলোর মেয়াদ কিছু দিনের মধ্যে শেষ হওয়ার প্রেক্ষাপটে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আগামী মার্চ মাস থেকে পাঁচটি ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজবাড়ী জেলার ৫টি উপজেলা পরিষদের কোনটি ১ম ধাপে অনুষ্ঠিত হবে না হলেও ২য় ধাপে সম্ভবত কয়েকটি উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই অনুযায়ী রাজবাড়ীর কয়েকটি উপজেলা পরিষদের নির্বাচন মার্চের মাঝামাঝি বা শেষের দিকে অনুষ্ঠিত হতে পারে। যদি সেটি হয় তাহলে নির্বাচনের নিয়ম অনুযায়ী আগামী সপ্তাহে নির্বাচনের তফসীল ঘোষণা হতে পারে। এই নির্বাচনকে সামনে রেখে আমাদের জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে। সেই লক্ষ্য নিয়ে জেলা পুলিশের পাশাপাশি জেলার আইন-শৃঙ্খলা রক্ষার সাথে সংশ্লিষ্ট সকলকে তাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। যাতে আমরা রাজবাড়ীবাসীকে একটি সুষ্ঠ নির্বাচন উপহার দিতে পারি। বর্তমানে দু’একটি অনাকাঙ্খিত ঘটনা ছাড়া সার্বিকভাবে রাজবাড়ী জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো অবস্থায় আছে। গত ৯ই ফেব্রুয়ারী সারা দেশের ন্যায় রাজবাড়ীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন করায় আমি জেলা স্বাস্থ্য বিভাগের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
তিনি আরো বলেন, গত ৬ই ফেব্রুয়ারী মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলার ২টি উপজেলার শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রমের উদ্বোধন করেন। সেই অনুষ্ঠানে তিনি জেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে সরাসরি কথা বলেন। আমরা আশা করি রাজবাড়ী জেলার যে ৩টি উপজেলার শতভাগ বিদ্যুতায়নের কিছুটা কাজ বাকি আছে সেগুলো আগামী জুন মাসের মধ্যে করা সম্ভব হবে। রাজবাড়ীর কেন্দ্রীয় বাস টার্মিনালটি সংস্কারের মাধ্যমে চালু করার লক্ষ্যে গত আইন-শৃঙ্খলা মিটিংয়ে একটি কমিটি করা হয়েছিল এবং তাদেরকে সরেজমিনে বাস টার্মিনালটি পরিদর্শন করে রিপোর্ট দিতে বলা হয়েছিল। সেই সিদ্ধান্ত অনুযায়ী কমিটির সদস্যগণ সরেজমিনে বাস টার্মিনালটি পরিদর্শন করে রিপোর্ট প্রদান করেছে। রিপোর্টে বাস টার্মিনালের কাউন্টার, টয়লেট, যাত্রীদের বসার জায়গা, ড্রেনেজ সিস্টেম, পানি, গ্যারেজে বাস-ট্রাক মেরামতের জন্য ফেলে রাখা, টার্মিনালের দোকানগুলো যে কাজে ব্যবহারের কথা ছিল তা না করে মোটর গ্যারেজে পরিণত করা এবং টার্মিনালের জায়গায় অবৈধ স্থাপনাসহ বিভিন্ন অসুবিধা তুলে ধরে সংস্কারের কথা বলা হয়েছে।
এই সংস্কার কাজ সম্পন্ন করতে পৌর মেয়রের হিসাব অনুযায়ী প্রায় ১কোটি টাকার কাছাকাছি খরচ হবে। পৌর মেয়রের বক্তব্য অনুযায়ী তিনি বাস টার্মিনালটির সংস্কারসহ সকল অবৈধ স্থাপনা অপসারণের মাধ্যমে সেটিকে ব্যবহারের উপযোগী করবেন। তখন সকল বাসকে টার্মিনালটি ব্যবহার করতে হবে। সকলের মতামতের ভিত্তিতে বাস টার্মিনালটির ব্যাপারে একটি সঠিক সিদ্ধান্ত গ্রহণ হবে। সেই লক্ষ্যে রাজবাড়ী-১ ও ২ আসনের সংসদ সদস্যদ্বয়ের উপস্থিতিতে সংশ্লিষ্ট সকলকে নিয়ে একটি মতবিনিময় সভার মাধ্যমে এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
এছাড়াও সভায় জেলার আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয়, রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের উন্নয়ন কাজ ও হত্যা, ধর্ষণ, চুরি-ডাকাতি মামলার অগ্রগতি, মাদক, সন্ত্রাস, মহিলা ও শিশু নির্যাতন, ভোক্তা অধিকার, শিক্ষকদের শিক্ষা প্রতিষ্ঠান চলাকালে যথাসময়ে উপস্থিত না থাকা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের অনিয়ম-দুর্নীতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!