॥স্টাফ রিপোর্টার॥ পুরোহিতের মন্ত্রপাঠ, উলুধ্বনি ও ঢাকের বাদ্যসহ নানা আয়োজনের মধ্য দিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সাথে গতকাল ১০ই ফেব্রুয়ারী রাজবাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে।
সনাতন(হিন্দু) ধর্ম মতে, সরস্বতী জ্ঞান-বিদ্যা ও শিল্পকলার দেবী। জ্ঞান ও বিদ্যালাভের আশায় সনাতন ধর্মাবলম্বীরা প্রতি বছরের মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে সরস্বতীর আরাধনা করেন। বিদ্যার দেবী হওয়ায় হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সরস্বতীর পূজা অনুষ্ঠিত হয়। হিন্দু শাস্ত্র অনুসারে, সাদা রাজহাঁসে চড়ে ও বীণা হাতে সরস্বতী দেবী পৃথিবীতে আসেন।
সরস্বতী পূজা উপলক্ষে রাজবাড়ী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পূজামন্ডপসহ বাড়ীতে বাড়ীতে দেবীর পাদপদ্মে অঞ্জলী দেয় ভক্তরা। এছাড়া দেবীর সামনে ‘হাতেখড়ি’ দিয়ে শিশুদের বিদ্যা চর্চার সূচনা করা হয় অনেক জায়গায়। রাজবাড়ী সরকারী কলেজ, সরকারী আদর্শ মহিলা কলেজ, রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয় ও সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়সহ উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এবার সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়।