॥মনির হোসেন॥ সারা দেশের ন্যায় গতকাল ৯ই ফেব্রুয়ারী রাজবাড়ীর কালুখালী উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৮টায় কালুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নুরুল ইসলাম ক্যাম্পেইনের উদ্বোধন করেন। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ খোন্দকার আবু জালাল, কালুখালী থানার পরিদর্শক(তদন্ত) শহিদুল ইসলাম, উপজেলা মেডিকেল অফিসার ডাঃ আঃ রহমান, ডাঃ শাহ মোঃ ইরান ও উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তালেবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত ক্যাম্পেইনে ১৭০টি কেন্দ্রের মাধ্যমে ৬-১১ মাস বয়সী শিশুদের ১টি করে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়।