॥গোয়ালন্দ প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি মেহেদুল হাসান আক্কাসের ব্যবসায়িক প্রতিষ্ঠান প্রতিষ্ঠান মের্সাস তমা ট্রেডার্স এন্ড ফটোষ্ট্যাট দোকানে গত ১৭ই ফেব্রুয়ারী দিনগত রাতে চুরির ঘটনা ঘটেছে।
চোরেরা তার প্রতিষ্ঠান থেকে একটি কম্পিউটার মনিটর, একটি পিসি, একটি মডেম ও নগদ ২হাজার ৮শত টাকা নিয়ে গেছে। চুরির এ ঘটনায় জড়িত মামুন দেওয়ান (২২)কে এলাকাবাসী ধরে পুলিশে দিয়েছে। সে গোয়ালন্দ পৌরসভার দেওয়ান পাড়ার মৃত সামচু দেওয়ানের ছেলে।
সাংবাদিক আক্কাস জানান, গোয়ালন্দ উপজেলা কমপ্লেক্স এলাকায় অবস্থিত তার অফিস কাম ফটোস্ট্যাট এন্ড কম্পিউটার তথ্য সেবার ব্যবসা প্রতিষ্ঠান গত শুক্রবার রাত ১০টার দিকে বন্ধ করে বাসায় যান। রাতের কোন এক সময় দরজার তালা ভেঙে চোরেরা ভিতরে ঢুকে তার ব্যবহৃত ১টি কম্পিউটার মনিটর, ১টি পিসি, ১টি মডেম ও নগদ ২৮শ টাকা নিয়ে যায়। চোর চক্রের সদস্য মামুন দেওয়ান স্থানীয় এক যুবকের কাছে ১হাজার টাকায় মনিটরটি বিক্রি করে দেয়। চুরির ঘটনাটি জানাজানি হলে মনিটর কেনা ওই ব্যক্তি নিজেই এসে তাকে ঘটনাটি খুলে বলে। এরপর এলাকাবাসীর সহযোগিতায় দৌলতদিয়া এলাকা হতে মামুনকে আটক করা হয়। সে চুরির ঘটনা স্বীকার করেছে এবং বাকী মালামাল অন্যত্র সরিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছে। এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দিয়ে মামুনকে থানা পুলিশে সোপর্দ করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মির্জা আবুল কালাম আজাদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করলে পুলিশ তার কাছ থেকে কম্পিউটারের মনিটরটি উদ্ধার করেছে।