॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের ডিগ্রিরচর চাঁদপুর গ্রামে পূর্ব শক্রতার জেরে প্রায় ১হাজার কলাগাছ ও ২২টি মেহগনি গাছ কেটে ধ্বংস করেছে প্রতিপক্ষের লোকজন। গত ২রা ফেব্রুয়ারী সকালে প্রতিপক্ষের ভাড়াটে লোকজন ও ধারালো অস্ত্র নিয়ে এসে এ ঘটনা ঘটায় প্রতিপক্ষ।
এ ঘটনায় গত ৭ই ফেব্রুয়ারী ১৮জনের বিরুদ্ধে রাজবাড়ী থানায় মামলা করেছেন ক্ষতিগ্রস্ত আঃ মজিদ শেখের ছেলে মিজানুর রহমান। রাজবাড়ী থানার মামলা নং-১০। ধারাঃ ১৪৩/৪৪৭/৪২৭/৩২৩/৩৭৯/৫০৬/১১৪ পেনাল কোর্ড।
মামলার আসামীরা হলো ঃ ডিগ্রির চর চাঁদপুর গ্রামের শাহিন শেখ, ইসলাম শেখ, আরিফ শেখ, জাহাঙ্গীর শেখ, সোহেল শেখ, আলতাফ শেখ, হাশেম শেখ, রজব আলী, খালেক, শরীফ শেখ, মোসলেম শেখ, ফজলু ফকির, রাসেল মোল্লা, গালিব, পারভেজ মোল্লা, চর ধোপাখালী গ্রামের রজব আলী, আঃ খালেক ও গোয়ালন্দ উপজেলার দক্ষিণ উজানচর গ্রামের আনোয়ার।
মিজানুর রহমান জানান, ছাবু শেখ ও তার ছেলেদের সাথে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে তাদের বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে গত ২রা ফেব্রুয়ারী সকালে শাহিন শেখের নেতৃত্বে উল্লেখিতরা আমাদের কলাবাগানে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে প্রায় ১হাজার কলাগাছ ও ২২টি মেহগনি গাছ কেটে ফেলে প্রায় ৩লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করে। এ সময় তাদের বাধা দিতে গেলে শাহিন ও ইসলাম আমাকে মারধর করে এবং আমার পরিবারের অন্যান্য সদস্যকে বিভিন্ন ভাষায় গালাগালি করাসহ ভয়ভীতি দেখায়। উল্লেখিতরা দীর্ঘক্ষণ ধরে এ তান্ডবলীলা চালালেও তাদের ভয়ে কেউ এগিয়ে আসার সাহস পায়নি।