॥স্টাফ রিপোর্টার॥ আজ ৯ই ফেব্রুয়ারী সারা দেশব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, রাজবাড়ী জেলার ৫টি স্থায়ী টিকাদান কেন্দ্র, পৌরসভাসহ ১০৬৩টি অস্থায়ী টিকাদান কেন্দ্র ও ৬টি অতিরিক্ত কেন্দ্রসহ সর্বমোট ১০৭৪টি কেন্দ্রে ৬-১১ মাস বয়সী শিশুদের ১লক্ষ আই ইউ ক্ষমতার ১টি করে ‘নীল’ রঙের এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের ২ লক্ষ আই ইউ ক্ষমতার ১টি করে ‘লাল’ রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। শিক্ষকসহ ২১৪৮ জন স্বেচ্ছাসেবক, ৩৯৩ জন সরকারী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মী এবং ১৭০জন সুপারভাইজার এই কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থাকবেন।
স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে পরামর্শ দেয়া হয়েছে, ভরা পেটে শিশুদের এই ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে হবে। ক্যাপসুল খাওয়ানোর পর কোন শিশু অসুস্থ হয়ে পড়লে স্বাস্থ্য কর্মী, নিকটস্থ কমিউনিটি ক্লিনিক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সদর হাসপাতাল বা সিভিল সার্জন অফিসের মনিটরিং সেলে যোগাযোগ করতে হবে।
উল্লেখ্য, গত ১৯শে জানুয়ারী এই জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ভিটামিন ‘এ’ ক্যাপসুলে সমস্যা দেখা দেয়ায় ক্যাম্পেইন স্থগিত করা হয়।