॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে গতকাল ৭ই ফেব্রুয়ারী দুপুরে সুবিধাভোগী ২২জনের মাঝে ৫লক্ষ টাকা ঋণ বিতরণ করা হয়েছে।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম সুবিধাভোগীদের মাঝে ঋণের টাকা বিতরণ করেন। এ সময় পাংশা উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জহিরুল ইসলাম, সাংবাদিক মোঃ মোক্তার হোসেন, সমাজসেবা অফিসের ফিল্ড সুপারভাইজার মোঃ আব্দুস সালাম ও এস.এম ফরিদ আহম্মেদ প্রমূখ উপস্থিত ছিলেন।
জানা যায়, বাবুপাড়া ইউপির নিশ্চিন্তপুর উত্তরপাড়া প্রকল্প গ্রামের হাসী পারভীন হাঁস-মুরগী পালন প্রকল্পে ২৫ হাজার টাকা, রিনা আক্তার ছাগল পালন প্রকল্পে ২৫ হাজার টাকা, রিমা খাতুন হাঁস-মুরগী পালন প্রকল্পে ২৫ হাজার টাকা, রাশিদা বেগম গাভী পালন প্রকল্পে ২৫ হাজার টাকা, বিধান বসাক ক্ষুদ্র ব্যবসা প্রকল্পে ২৫ হাজার টাকা, জহুরা খাতুন ছাগল পালন প্রকল্পে ২৫ হাজার টাকা, মাছপাড়া ইউপির রামকোল বাহাদুরপুর(উত্তরপাড়া) প্রকল্প গ্রামের শরিফুল ইসলাম ক্ষুদ্র ব্যবসা প্রকল্পে ২০হাজার টাকা, রিবাদ হাসান গরু পালন প্রকল্পে ২০ হাজার টাকা, এনামুল হক গরু পালন প্রকল্পে ২০ হাজার টাকা, দেবাশীষ কুমার বিশ্বাস গরু পালন প্রকল্পে ২০ হাজার টাকা, কামাল বিশ্বাস ক্ষুদ্র ব্যবসা প্রকল্পে ২০ হাজার টাকা, মামুন ইসলাম হাঁস-মুরগী পালন প্রকল্পে ২০ হাজার টাকা, জহুরা বেগম হাঁস-মুরগী পালন প্রকল্পে ২০ হাজার টাকা, আসাদুল ইসলাম ক্ষুদ্র ব্যবসা প্রকল্পে ২০ হাজার টাকা মুক্তার হোসেন ক্ষুদ্র ব্যবসা প্রকল্পে ২০ হাজার টাকা, ইন্তাজ আলী ক্ষুদ্র ব্যবসা প্রকল্পে ২০ হাজার টাকা, মৌরাট ইউপির রুপিয়াট সরদার পাড়া(২) প্রকল্প গ্রামের রবিউল মন্ডল চায়ের দোকান প্রকল্পে ২৫হাজার টাকা, রেজাউল সরদার কৃষিকাজ প্রকল্পে ২৫হাজার টাকা, শহিদুল ইসলাম কৃষিকাজ প্রকল্পে ২৫হাজার টাকা, ওলিউল্লাহ মন্ডল চায়ের দোকান প্রকল্পে ২৫হাজার টাকা, আনিছুর রহমান কম্পিউটার দোকান প্রকল্পে ২৫হাজার টাকা ও মতিন সরদারকে কৃষিকাজ প্রকল্পে ২৫হাজার টাকা ঋণ প্রদান করা হয়।