॥এম.মনিরুজ্জামান॥ রাজবাড়ী সদর উপজেলার জৌকুড়া মোজাহার হোসেন কিন্ডার গার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল ৭ই ফেব্রুয়ারী বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
বিকালে প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বিদ্যলয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্বা মোঃ আনোয়ার হোসেন, মোজাহার হোসেন কিন্ডার গার্টেন ও মোজাহার হোসেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডাঃ বতুল রহমান, কাওছারুল ফেরদৌস, মোঃ মনোয়ার হোসেন, চন্দনী ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ ফয়সাল মিয়া, ডাঃ আব্দুল হাকিম, চন্দনী ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান, মোঃ সোলায়মান মিয়া, মোজাহার হোসেন কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক গৌর হালদারর, মাহফুজা থাতুন, দিতি রায় প্রমুখ বক্তব্য রাখেন। অতিথিদের বক্তব্যের শেষে পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, মোজাহার হোসেন কিন্ডার গার্টেন প্রতিষ্ঠালগ্ন থেকে জৌকুড়া এলাকার পিছিয়ে পড়া শিশুদের মাঝে আধুনিক ও যুযোপযোগী শিক্ষার আলো ছড়িয়ে সুনাম অর্জন করেছে।