॥তনু সিকদার সবুজ॥ রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক কুমার বাগচীর মৃত্যুতে বালিয়াকান্দি কেন্দ্রীয় মন্দির ও মহাশ্মশান কমিটির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছে ।
গতকাল ৬ই ফেব্রুয়ারী এক বিবৃতিতে বালিয়াকান্দি কেন্দ্রীয় মন্দির ও মহাশ্মশান কমিটির সভাপতি রঘুনন্দন সিকদার, সহ-সভাপতি নিরুপম চৌধুরী, দিপংকর কুন্ডু বাপ্পী, রতন চৌধুরী, পার্থ প্রতিম দাস, সাধারণ সম্পাদক পিযুষ কুমার কর, যুগ্ম-সাধারণ সম্পাদক উত্তম কুমার দে, সহ-সাধারণ সম্পাদক চন্দ্রনাথ কুন্ডু চন্দন ও সনাতন কুন্ডু সোনাসহ অন্যান্য সদস্যগণ গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।