রবিবার, ১৯ মে ২০২৪, ০৭:০২ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

পাংশা সরকারী কলেজে সমাজ বিজ্ঞান বিভাগীয় প্রধানের আবুল হাসিমের অবসরজনিত সংবর্ধনা

  • আপডেট সময় বুধবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৯

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা সরকারী কলেজের সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হাজারী আবুল হাসিমের গতকাল ৫ই ফেব্রুয়ারী অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সকাল ১১টায় কলেজ অডিটরিয়ামে কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক একেএম শরিফুল মোরশেদ রনজুর সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাংশা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাঃ আতাউল হক খান চৌধুরী বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি হিসেবে ভূগোল ও পরিবেশ বিভাগের প্রধান মোঃ আমজাদ হোসেন, কলেজ শিক্ষক পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রউফ ও কোষাধ্যক্ষ শিব শংকর চক্রবর্তী বক্তব্য রাখেন।
অন্যান্যের মধ্যে পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান মোঃ আব্দুল খালেক, বাংলা বিভাগের প্রধান মোঃ শরিফুল ইসলাম, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক এ.বি.এম ফরিদ আহম্মেদ ও ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক শামীমা আক্তার বক্তব্য রাখেন। উপস্থাপনা করেন কলেজের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী রায়হান মৃধা ও শারমীন আক্তার।
অনুষ্ঠানে বিদায়ী সমাজবিজ্ঞান বিভাগের প্রধান হাজারী আবুল হাসিমকে শুভেচ্ছা উপহার ও মানপত্র প্রদান করা হয়। কলেজের সমাজবিজ্ঞান বিভাগ আয়োজিত অনুষ্ঠানে কলেজের সকল বিভাগের শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে ডিগ্রি অর্জনের পর ১৯৯২ সালের ২২শে জুলাই পাংশা কলেজে সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষকতা পেশায় যোগদান করেন হাজারী আবুল হাসিম। মেধা ও মননে একজন আদর্শ শিক্ষক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে তার সুনাম ও সুপরিচিতি রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!