॥স্টাফ রিপোর্টার॥ পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রে গত ৪ঠা ফেব্রুয়ারী দুপুরে জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোঃ শহীদুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় খানখানাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম লাল, বসন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা বদিউজ্জামান বাবু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফজলুল হক, শহীদওহাবপুর ইউনিয়ন আওয়ামী লীগের শেখ ফরিদ আহম্মেদ, আমীর মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন।