॥চঞ্চল সরদার॥ রাজবাড়ী শহরের ড্রাইস ফ্যাক্টরী এলাকায় সদর হাসপাতালের মর্গের পাশে আঞ্জুমান মুফিদুল ইসলামের বেওয়ারিশ লাশের গোসলখানা নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।
গতকাল ৩রা ফেব্রুয়ারী বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসক ও জেলা আঞ্জুমানের সভাপতি মোঃ শওকত আলী এবং জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার আনুষ্ঠানিকভাবে এই গোসলখানার নির্মাণ কাজ উদ্বোধন করেন।
এ সময় জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহসীন উদ্দিন বতু, জেলা আঞ্জুমানের সহ-সভাপতি আব্দুল মতিন মন্ডল, সাধারণ সম্পাদক ওয়াজিউল্লাহ মন্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক আবু জাফর বাবু, কোষাধ্যক্ষ আবু দাইয়ান মোল্লা জাহাঙ্গীর, নির্বাহী কমিটির সদস্য হাফেজ শফিকুল ইসলাম, মোবারক হোসেন, কামরুর আলম, ভিপিকেএ’র নির্বাহী পরিচালক হাফিজ আল আসাদ, পৌর ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আইয়ুব আলী খানসহ প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জয়েন উদ্দিন হাফেজিয়া মাদ্রাসার সুপার হাফেজ মোঃ জহিরুল ইসলাম।
উল্লেখ্য, এই গোসলখানা নির্মাণের জন্য জেলা প্রশাসক মোঃ শওকত ৫০ হাজার টাকা ও ৬হাজার ইট এবং জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার ১লক্ষ টাকা দিবেন। এছাড়া বালু ভরাটসহ অন্যান্য কাজে আরও যে অর্থ লাগবে তা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছ থেকে সংগ্রহ করা হবে।