Site icon দৈনিক মাতৃকণ্ঠ

র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে পাংশায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসন, খাদ্য দপ্তর ও খাদ্য গোডাউনের যৌথ উদ্যোগে ‘সুস্থ-সবল জাতি চাই-পুষ্টিসম্মত নিরাপদ খাদ্যের বিকল্প নাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল ২রা ফেব্রুয়ারী জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০১৯ পালিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
জানা যায়, সকাল ১১টার দিকে পাংশা উপজেলা পরিষদ চত্বর থেকে শহরে র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে পাংশা সরকারী খাদ্যগুদামের ওসিএলএসডি মোহাম্মদ ওয়াসিম, খাদ্য পরিদর্শক জেসমিন আক্তার ও শ্যাম সুন্দর সাহা, মাছপাড়ার ডিকে রাইস মিলের স্বত্ত্বাধিকারী দিলীপ দাস ও খাদ্যবান্ধব কর্মসূটির ডিলার মতিয়ার রহমান প্রমুখ বক্তব্য বক্তব্য রাখেন। সভায় পুষ্টিসম্মত নিরাপদ খাদ্য শস্য উৎপাদন ও বাজারজাত করণে জনসচেতনতা সৃষ্টির গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে খাদ্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার, পাংশা বাজারের চাল ব্যবসায়ীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।