Site icon দৈনিক মাতৃকণ্ঠ

নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে কালুখালীতে র‌্যালী-আলোচনা

॥মনির হোসেন॥ জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে ‘সুস্থ সবল জাতি চাই, পুষ্টিসম্মত নিরাপদ খাদ্যের বিকল্প নাই’-প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ২রা ফেব্রুয়ারী সকালে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কালুখালী উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালীটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সাদিয়া ইসলাম লুনার সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা খাদ্য পরিদর্শক মহব্বতুন্নেছা, উপ-খাদ্য পরিদর্শক একরাম হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ কাজী আলমগীর, যুব উন্নয়ন কর্মকর্তা আবুল বাসার চৌধুরী, সমবায় কর্মকর্তা মোল্লা ও সাইফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ বলেন, খাদ্য মানুষের মৌলিক অধিকার। নিত্যপ্রয়োজনীয় খাদ্য নিরাপদে রাখতে হবে। অনিচ্ছাকৃতভাবে নয়-অধিক লাভের জন্য ইচ্ছা করেই খাদ্যে ভেজাল মেশানো হয়। এর বিরুদ্ধে সকলকে সচেতন হতে হবে।