Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বালিয়াকান্দির একটি নার্সারীর ৩হাজার আমের চারা কর্তন

॥তনু সিকদার সবুজ॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের পূর্ব মৌকুড়ী গ্রামের ফরিদ নার্সারীর বিভিন্ন জাতের প্রায় ৩হাজার আম গাছের চারা কেটে ফেলেছে একই গ্রামের আমিন সেখ নামের এক ব্যক্তি। গতকাল ১লা ফেব্রুয়ারী সকালে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত নার্সারীর মালিক রশিদ সেখ বলেন, আমি পশ্চিম মৌকুড়ী গ্রামের আশরাফুল সেখের কাছ থেকে প্রতি বছর ৮ হাজার টাকার চুক্তিতে ১০ বছরের জন্য ৩৪ শতাংশ জমি লিজ নিয়ে নার্সারীটি করছি। ১০ বছরের মধ্যে ৩বছর অতিবাহিত হয়েছে। বিভিন্ন জাতের ৩হাজার আম গাছের কলম চারা রোপন করেছিলাম, যেগুলো ৬ফুটের মতো লম্বা হয়ে বিক্রির উপযোগী হয়েছিল। কিছুদিন আগে জমির মালিক আশরাফুল সেখ একই গ্রামের আমিন সেখের কাছে আমার লিজকৃত ৩৪ শতাংশ জমির মধ্যে ৩ শতাংশ জমি বিক্রি করে। পরে আমিন সেখ আমাকে ৩ শতাংশ জমি ছেড়ে দিতে বললে আমি তার কাছ থেকে ৬ মাসের সময় নেই এবং ৩ শতাংশ জমির লিজ বাবদ ৭ দিন আগে স্থানীয় শাহিনের কাছে ৩ হাজার টাকা দেই আমিনকে দেয়ার জন্য। তা স্বত্ত্বেও গতকাল শুক্রবার সকালে আমিন সেখ নার্সারীতে গিয়ে আমার ৩হাজার বিভিন্ন জাতের আমগাছের চারা কেটে ফেলে। বিকালে আমার ছেলে সোহেল নার্সারীতে গিয়ে চারাগুলো কাটা অবস্থায় দেখতে পেয়ে আমাকে খবর দেয়। পরে আমি একটি নসিমনে করে কাটা চারাগুলো বালিয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে নিয়ে আসি। এতে আমার প্রায় ৩লক্ষ টাকার ক্ষতি হয়েছে। বিভিন্ন এনজিও’র কাছ থেকে ঋণ নিয়ে আমি এই নার্সারীর ব্যবসা করছিলাম। এখন আমি নিঃস্ব।
এ বিষয়ে বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নায়েব আলী সেখ বলেন, গাচের চারাগুলো কেটে ফেলার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমি তাকে (নার্সারীর মালিক) ইউনিয়ন পরিষদ বরাবর একটি আবেদন করতে বলেছি।