॥গোয়ালন্দ প্রতিনিধি॥ মাদকসেবী ছেলের অত্যাচারে অতিষ্ঠ এক মা বাধ্য হয়ে তার সন্তানকে পুলিশে ধরিয়ে দিয়েছেন। পুলিশ ওই ছেলেকে ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালত তাকে ১ বছরের কারাদন্ড জেলে পাঠিয়েছে। গতকাল ৩১শে জানুয়াররী রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের দক্ষিণ চরপাঁচুরিয়া গ্রামের মৃত হাচেন শেখের ছেলে আরিফ শেখ(২৫) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার টাকা জোগাড় করতে সে নিজের বাড়ীর জিনিসপত্র বিক্রি করাসহ আশ-পাশের বাড়ীতে চুরি করতো। যখন কোন উপায় না পেতো তখন টাকার জন্য তার অসহায় বৃদ্ধা মা মাজেদা বেগমের(৬০) উপর জুলুম করতো। এ অবস্থায় অতিষ্ঠ মা বাধ্য হয়ে বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ দেন। এরপর গোয়ালন্দ ঘাট থানার পুলিশ দুপুরে ওই যুবককে তার বাড়ী থেকে আটক করে। এরপর তাকে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের নিকট হাজির করলে তিনি ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে তাকে ১ বছরের কারাদন্ড প্রদান করেন।
এ বিষয়ে আরিফ শেখের মা মাজেদা বেগম বলেন, ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাকে পুলিশে দিয়েছি। এ বয়সেও সে আমার কোন উপকারে না এসে বরং অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। আমি ওর ভালো চাই। যদি জেলে থেকে ভালো হয়ে আসে তাতেই আমার শান্তি।