॥রঘুনন্দন সিকদার॥ সরকারী নিয়ম না মেনে ইট ভাটা পরিচালনা করায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার দক্ষিণ বালিয়াকান্দি গ্রামের মেসার্স টিএমবি ব্রিকস নামের একটি ইটভাটার মালিক তোফাজ্জেল হোসেনকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
গতকাল ৩১শে জানুয়ারী বিকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুম রেজা এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। বালিয়াকান্দি থানা পুলিশের একটি দল ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা বলেন, সরকারী নিয়ম না মেনে ইট ভাটা পরিচালনা করায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন-২০১৩ এর সংশ্লিষ্ট ধারায় ওই ইট ভাটার মালিককে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।