॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুর ইউপিতে প্রতিষ্ঠিত বেসরকারী উন্নয়ন সংস্থা এফএইচ এসোসিয়েশনের উদ্যোগে গত ২৯শে জানুয়ারী দুপুরে চরঝিকড়ী নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষা সমাপনী, পুরস্কার ও সংস্থার সুবিধাভোগী দরিদ্র পরিবারের ৫৮০ জন শিক্ষার্থীর মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
এফএইচ এসোসিয়েশন হাবাসপুরের এরিয়া টিম লিডার পরিতোষ বাড়ৈ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পাংশা মডেল থানার ইন্সপেক্টর(তদন্ত) কাজী জিল্লুর রহমান, পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম নাসিম আখতার, মহিলা বিষয়ক অফিসার এম.এ নাহার ও চরঝিকড়ী নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রজব আলী বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে এফএইচ এসোসিয়েশনের হাবাসপুর অফিসের এ্যানিমেটর আলফ্রেড ডিব্রা, নূরজাহান ও শিলা, চাইল্ড প্রমোটর ইউসুফ আলী, সংস্থার মাছপাড়া অফিসের এরিয়া টিম লিডার মানিক রামবারী, এ্যানিমেটর আলী রেজা ও চাইল্ড প্রমোটর আনত্রিক ¤্রং সহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
জানা যায়, এশিয়া ইন্টারন্যাশনাল চাইল্ড ড্রয়িং এক্সিভিশনে অংশগ্রহণকারী অত্র সংস্থার দুইজন সুবিধাভোগী শিক্ষার্থীকে এ্যাওয়ার্ড সনদপত্র ও পুরস্কার প্রদান এছাড়া ৫৮০জন শিক্ষার্থীর মাঝে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠান উপস্থাপনা করেন সংস্থার এ্যানিমেটর আশরাফুল আলম।