॥স্টাফ রিপোর্টার॥ র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল গতকাল ১৬ই ফেব্রুয়ারী দুপুর দেড়টার দিকে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে ১৮০লিটার বাংলা মদসহ ৪জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো ঃ দক্ষিণ দৌলতদিয়া শয়দালপাড়ার হাশেম সরদারের ছেলে লিটন সরদার(২৫), সোহরাব মন্ডলের পাড়ার মজিবর শেখের ছেলে রাজু শেখ(২২), গুচ্ছগ্রামের খালেক সরদারের ছেলে শাহীন সরদার(৩০) এবং এবাদ আলী মিস্ত্রী পাড়ার মৃত খলিল জোয়ার্দারের ছেলে মোহন জোয়ার্দার(৩০)।
র্যাব জানায়, গ্রেফতারকৃতরা তারা পেশাদার মাদক ব্যবসায়ী এবং দীর্ঘদিন ধরে দৌলতদিয়া যৌনপল্লীসহ আশেপাশের এলাকায় বাংলা মদসহ বিভিন্ন মাদকের ব্যবসা করে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন অভিযান পরিচালনা করেন। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের হয়েছে।