Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ীতে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের কর্মশালা অনুষ্ঠিত

॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ রাজবাড়ী জেলা প্রশাসনের সহযোগিতায় মানবিক মূল্যবোধ ও নৈতিকতা সম্পন্ন মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৫ম পর্যায় শীর্ষক প্রকল্পের আওতায় গতকাল ২৯শে জানুয়ারী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৫ম পর্যায় শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক(অতিরিক্ত সচিব) রঞ্জিত কুমার দাস।
অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) আলমগীর হুসাইনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এডঃ গণেশ নারায়ণ চৌধুরী।
অন্যান্যের মধ্যে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৫ম পর্যায় এর উপ-পরিচালক সৌরেন্দ্র নাথ সাহা, সহকারী পরিচালক ফারজানা তানিয়া, বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাব ও কেন্দ্রীয় মন্দিরের সভাপতি রঘুনন্দন সিকদার, পাংশা রাধাগোবিন্দ মন্দিরের সভাপতি নবকুমার দত্ত প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অসীম কুমার পাল, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৫ম পর্যায়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন মন্দির কমিটির সভাপতি, মন্দিরভিত্তিক স্কুলের শিক্ষক ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
কর্মশালায় প্রধান অতিথিসহ অন্যান্য বক্তাগণ তাদের বক্তব্যে মানবিক মূল্যবোধ ও নৈতিকতা সম্পন্ন মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। তারা বর্তমান সরকারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে এই মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় এদেশের সনাতন ধর্মাবলম্বীদের ধর্মভিত্তিক শিক্ষার সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও তারা এই কার্যক্রম সংশ্লিষ্ট সকলকে মানবিক মূল্যবোধ ও নৈতিকতার ভিত্তিতে সকলের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মাধ্যমে বাংলাদেশেকে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় ভূমিকা রাখার আহ্বান জানান।
দিনব্যাপী কর্মশালায় মন্দির ভিত্তিক স্কুলের শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন মন্দির কমিটির সভাপতিসহ সর্বমোট ১শত ৫০জন অংশগ্রহণ করেন।