॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ের আজিজ খন্দকার মার্কেটে গত ১৫ই জানুয়ারী দিনগত গভীর রাতে ভয়াবহ অগ্নিকান্ড সংঘটিত হয়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আড়াই ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে মার্কেটের ৬টি দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের দাবী, তাদের প্রায় ৮০লাখ টাকার ক্ষতি হয়েছে।
মার্কেটের খন্দকার ডিজিটাল ফার্নিচারের মালিক হারুন খন্দকার জানান, গত বুধবার দিনগত রাত তিনটার দিকে তিনি ফোনে মার্কেটে আগুন লাগার সংবাদ পান। সংবাদ শুনে দ্রুত রাজবাড়ী ফায়ার সার্ভিসকে খবর দেন। প্রায় ত্রিশ মিনিট পর তাদের গাড়ী এসে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে রাজবাড়ী ও ফরিদপুর থেকে ফায়ার সার্ভিসের আরো ২টি ইউনিট এসে যোগ দেয়। ৩টি ইউনিটের আড়াই ঘন্টার প্রচেষ্টায় সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে মার্কেটের সব দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে তার দোকানের প্রায় ২০ লাখ টাকার ফার্নিচার ও ২০ লাখ টাকার কাঠ পুড়ে যায়।
মার্কেটের মুদি দোকানদার নুরুল ইসলাম জানান, তার দোকানে কয়েক ব্যারেল তেল ও ১০০ বস্তার মতো চাউল ছিল। নগদ লক্ষাধিক টাকাসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। এছাড়াও মার্কেটে থাকা নাসিমের পান সিগারেটের দোকান, হাসানের কম্পিউটার ও মুঠোফোনের খুচরা যন্ত্রাংশ বিক্রির দোকান, রাজা শেখের খাবারের হোটেলসহ মোট ৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।