॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা মহিলা পরিষদের উদ্যোগে গতকাল ১৬ই ফেব্রুয়ারী সকাল ১১টায় উপজেলার হাবাসপুর ইউপির চরঝিকড়ী বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে স্তন ও জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে সামাজিক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
পাংশা উপজেলা মহিলা পরিষদের সভাপতি শাহিদা রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও মহিলা পরিষদের সহ-সভাপতি শাহিদা আহমেদ।
সভায় স্তন ও জরায়ুমুখ ক্যান্সার রোগের প্রাথমিক লক্ষণ, রোগ প্রতিরোধে করণীয় ও প্রয়োজনীয় চিকিৎসা সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন পাংশা হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ আনজুয়ারা সুমী।
সভায় অন্যান্যের মধ্যে পাংশা পৌরসভার সংরক্ষিত ২নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র রাশিদা ইয়াসমীন, পাংশা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোক্তার হোসেন, চরঝিকড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রজব আলী, পাংশা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও রাজবাড়ী জেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ মোঃ রকিবুল ইসলাম শামীম, মাশরুম কেন্দ্রের পরিচালক কে.এম ফজলুল হক ও পাংশা পাইলচ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেহানা পারভীন প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠান উপস্থাপনা করেন পাংশা উপজেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক দিল রওশন আরা কাকলী। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে চরঝিকড়ী পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ মোয়াজ্জেম হোসেন, মহিলা পরিষদের সহ-সভাপতি নাজমা বেগম, সাংগঠনিক সম্পাদক তহমিনা মোস্তফা, রওশন আরা মন্টু, পারভীন মোরশেদ, রেহেনা রশিদ ও আন্না বেগমসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ছাত্রী ও এলাকার কয়েক শত মহিলা উপস্থিত ছিলেন।
সভার শুরুতে পাংশা উপজেলা মহিলা পরিষদের সাবেক সভাপতি ও পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম মাহফুজা খাতুনের অকাল মৃত্যুতে ১মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।