॥স্টাফ রিপোর্টার॥ মহান বিজয় দিবস উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১৪ই ডিসেম্বর সন্ধ্যা ৬টায় বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে ৫দিনব্যাপী (১৪-১৮ই ডিসেম্বর) বিজয় মেলার উদ্বোধন এবং শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী উদ্বোধক হিসেবে বিজয় মেলার উদ্বোধন ও প্রধান অতিথি হিসেবে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন।
জেলা প্রশাসক জিনাত আরা’র সভাপতিত্বে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার সালমা বেগম,পিপিএম-সেবা। মূল আলোচক হিসেবে শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন অধ্যাপক মতিউর রহমান ও অধ্যাপক মোঃ মশিউর রহমান।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ড. সৈয়দা নওশীন পর্ণিনী, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ আশরাফ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মানোয়ার হোসেন মোল্লা, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নূর মহল আশরাফী, জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণ, রাজবাড়ী সদর থানার ওসি মোঃ আবুল বাশার মিয়াসহ জেলা পুলিশের কর্মকর্তাগণ, বিভিন্ন সরকারী বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তাগণ শহীদ বুদ্ধিজীবী দিবসের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। আলোচনা অনুষ্ঠান শেষে জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধনের পর অতিথিগণ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।