সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:২৪ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

ফরিদপুরের ভাঙ্গা থেকে বিকাশের প্রতারণা চক্রের ৪ সদস্য গ্রেফতার

  • আপডেট সময় সোমবার, ১৪ জানুয়ারী, ২০১৯

॥স্টাফ রিপোর্টার॥ র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল গত ১২ই জানুয়ারী রাতে ফরিদপুরের ভাঙ্গা থানাধীন মিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিকাশের (মোবাইল ব্যাংকিং) মাধ্যমে প্রতারণকারী চক্রের ৪জন সদস্যকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো ঃ মিয়াপাড়ার জাফর ফকিরের ছেলে জাকির ফকির(৩০), মৃত শাহজাহান হাওলাদারের ছেলে কামাল হাওলাদার(২৬), একই থানাধীন(ভাঙ্গা) পশ্চিম পাতরাইল গ্রামের মৃত বাবু মিয়ার ছেলে মেহেদী হাসান ফয়সাল(৩০) এবং মাদারীপুর জেলার শিবচর থানাধীন চরদত্তপাড়া এলাকার মৃত সরোয়ার চৌধুরীর ছেলে টুলু চৌধুরী(৩২)। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মোবাইল ফোন সেট, সিমকার্ড, ট্যাব ও পাওয়ার ব্যাংক উদ্ধার করা হয়েছে।
র‌্যাব জানায়, গত ১৬/০৯/২০১৯ ইং তারিখে ফরিদপুরের আশরাফুল ইসলাম নামের এক ব্যক্তির ব্যক্তিগত বিকাশ একাউন্ট থেকে প্রতারকরা ১লক্ষ ১১হাজার ৯৯৭ টাকা হাতিয়ে নেয়। ওই ঘটনায় প্রতারিত আশরাফুল ইসলাম ফরিদপুর কোতয়ালী থানায় একটি জিডি করাসহ র‌্যাবের সহযোগিতা কামনা করে। এর প্রেক্ষিতে র‌্যাব বিষয়টি তদন্ত করে উল্লেখিত প্রতারকদের শনাক্তপূর্বক গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের ফরিদপুর কোতয়ালী থানায় হস্তান্তরপূর্বক তাদের বিরুদ্ধে প্রতারণা মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!