॥সুশীল কুমার দাস॥ আগামী ১৯শে জানুয়ারী অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে রাজবাড়ী সিভিল সার্জন অফিসের আয়োজনে গতকাল ৯ই জানুয়ারী দুপুরে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বক্সের সভাপতিত্বে কর্মশালায় ভিটামিন এর প্রয়োজনীয়তা, অভাবজনিত সমস্যা, চোখের উপর প্রভাব ও রক্তস্বল্পতাসহ অন্যান্য বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ কাজী শফিউল আজম শুভ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সিভিল সার্জন অফিসের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোকরেমা মাঞ্জুরা। এ সময় রাজবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মাতৃকণ্ঠের সম্পাদক খোন্দকার আব্দুল মতিনসহ জেলা পর্যায়ে কর্মরত ৪০জন সাংবাদিক উপস্থিত ছিলেন।
কর্মশালায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের গুরুত্ব তুলে ধরে সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বক্স বলেন, অতীতে রাষ্ট্রীয় এই প্রোগ্রামটাকে ক্ষতিগ্রস্ত করার জন্য অপপ্রচার লক্ষ্য করা গেছে। এ ধরনের গুজবের ব্যাপারে জনগণকে সচেতন করতে সাংবাদিকরা ভূমিকা রাখতে পারেন। সবার সহযোগিতায় ক্যাম্পেইন সফল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও তিনি উপস্থিত সাংবাদিকদের ক্যাম্পেইন সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
কর্মশালায় জানানো হয়, ক্যাম্পেইনের দিন রাজবাড়ী জেলার ৫টি স্থায়ী টিকাদান কেন্দ্র, পৌরসভাসহ ১০৬৩টি অস্থায়ী টিকাদান কেন্দ্র ও ৬টি অতিরিক্ত কেন্দ্রসহ সর্বমোট ১০৭৪টি কেন্দ্রে ৬-১১ মাস বয়সী শিশুদের ১ লক্ষ আই ইউ ক্ষমতার ১টি করে ‘নীল’ রঙের এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের ২ লক্ষ আই ইউ ক্ষমতার ১টি করে ‘লাল’ রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। শিক্ষকসহ ২১৪৮ জন স্বেচ্ছাসেবক, ৩৯৩ জন সরকারী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মী এবং ১৭০ জন সুপারভাইজার এই কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থাকবেন।