॥শিহাবুর রহমান॥ রাজবাড়ী সদর উপজেলার উজান খানখানাপুর গ্রামে যৌতুকের দাবীতে স্ত্রীকে মারপিট করাসহ শরীরে গরম ভাতের মার ঢেলে নির্যাতন করেছে স্বামী ও শ্বশুর। গত ১২ই ফেব্র“য়ারী সকালে এ ঘটনা ঘটে।
খানখানাপুর গ্রামের মোতালেব মন্ডল জানান, গত ৫বছর আগে তার মেয়ে আছমা বেগম (২২)কে উজান খানখানাপুর গ্রামের কালাম মোল্লার ছেলে সামাদ মোল্লার(২৫) সাথে বিয়ে দেন। বিয়ের ২/৩বছর তাদের সংসার ভালই চলছিল। এরপর থেকেই সামাদ মোল্লা আছমাকে যৌতুকের দাবীতে নির্যাতন করতো। গত ১২ই ফেব্র“য়ারী সকাল সাড়ে ৮টার দিকে আছমা শ্বশুর বাড়ীর রান্না ঘরে বসে রান্না করছিল। এ সময় সামাদ রান্না ঘরের মধ্যে তার কাছে ৫০হাজার টাকা পিতার বাড়ী থেকে যৌতুক বাবদ এনে দিতে বলে। এতে অস্বীকার করায় সামাদ ও তার পিতার কালাম মোল্লা তাকে মারপিট করাসহ শরীরে গরম ভাতের মার ঢেলে দেয়। খবর পেয়ে তিনি আছমাকে আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় তিনি গত ১৩ই ফেব্র“য়ারী রাজবাড়ী থানায় সামাদ ও তার পিতা কালাম মোল্লাকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী/০৩) এর ১১(গ)/৩০ ধারায় মামলা দায়ের করেন। এখবর লেখা পর্যন্ত আসামী গ্রেফতার হয়নি।