মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০৫:৩৬ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

পাংশা উপজেলার চেয়ারম্যান ওদুদের বিরুদ্ধে ১০ই জানুয়ারী তদন্তে আসছেন ঢাকা বিভাগীয় কমিশনার

  • আপডেট সময় সোমবার, ৭ জানুয়ারী, ২০১৯

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ফরিদ হাসান ওদুদের বিরুদ্ধে পরিষদের জমিতে অবৈধ স্থাপনা নির্মাণসহ অনিয়ম-দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ তদন্ত করতে আসছেন ঢাকা বিভাগীয় কমিশনার কে.এম আলী আজম।
আজ ৭ই জানুয়ারী ঢাকা বিভাগীয় কমিশনারের স্বাক্ষরিত এক পত্রে বলা হয়েছে, আগামী ১০ই জানুয়ারী বেলা ১১টায় পাংশা উপজেলা পরিষদ কার্যালয়ে তিনি এই তদন্ত কার্যক্রম পরিচালনা করবেন। তদন্তকালীন সময়ে প্রমাণক কাগজপত্রসহ সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। তাদের মধ্যে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তফা মাহমুদ হেনা মুন্সীকে প্রমাণকসহ উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।
জানা গেছে, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তফা মাহমুদ হেনা মুন্সীর গত ২৩/৪/২০১৮ইং তারিখের পত্রের প্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগ ৭/৫/২০১৮ তারিখে তদন্তের নির্দেশ প্রদান করে।
উল্লেখ্য, এর আগে প্রথমে গত ১৪/১১/২০১৮ তারিখে উক্ত অভিযোগ তদন্তের জন্য বিভাগীয় কমিশনার কর্তৃক দিন ধার্য্য করা হয়েছিল। কিন্তু পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ কর্তৃক তদন্ত কার্যক্রম একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের পরে করার জন্য আবেদনের প্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা মোতাবেক তদন্ত কার্যক্রমটি ৩১/০১/২০১৯ইং পর্যন্ত বর্ধিত করা হয়।

এ বিষয়ে মোবাইলে উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ বলেন, অভিযোগের বিষয়ে আমার কোন বক্তব্য নেই। এ ব্যাপারে বক্তব্য দিবেন উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা। তিনি আরো বলেন, সব কিছুই নিয়মতান্ত্রিকভাবে হয়েছে। অনিয়ম হওয়ার কোন সুযোগ নেই।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!