॥আবুল হোসেন॥ ‘শেখ হাসিনার উন্নয়ন, বিনামূল্যে বই বিতরণ ; চারদিকে কলরব, আজ আমাদের বই উৎসব’-শ্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১লা জানুয়ারী সকালে দৌলতদিয়া মডেল হাই স্কুলে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলু।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডলে সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ সহিদুল ইসলাম।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাইদ মন্ডল, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি আঃ গণি মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিব রেজা টুটুল, বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।