॥হেলাল মাহমুদ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজবাড়ী জেলার ভোট কেন্দ্রগুলোতে ব্যবহারের জন্য সহকারী রিটার্নিং অফিসারদের নিকট ব্যালট পেপার হস্তান্তর করা হয়েছে।
গতকাল ২৮শে ডিসেম্বর বেলা ১১টায় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোঃ শওকত আলী জেলার ২টি সংসদীয় আসনের ৫টি উপজেলার সহকারী রিটার্নিং অফিসারদের (উপজেলা নির্বাহী অফিসার) নিকট ব্যালট পেপারসহ নির্বাচনী সামগ্রী হস্তান্তর করেন।
সহকারী রিটার্নিং অফিসারদের মধ্যে রাজবাড়ী সদরের মোঃ সাঈদুজ্জামান খান, গোয়ালন্দের রুবায়েত হায়াত শিপলু, পাংশার মোঃ রফিকুল ইসলাম, বালিয়াকান্দির মোঃ মাসুম রেজা এবং কালুখালীর কামরুন নাহার ব্যালট পেপারসহ নির্বাচনী মালামালগুলো বুঝে নেন। এ সময় প্রত্যেক উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রাজবাড়ী-১ ও রাজবাড়ী-২ আসনে মোট ৩১২টি ভোটকেন্দ্র রয়েছে, যার মধ্যে ১৮৭টি গুরুত্বপূর্ণ ও ১২৫টি সাধারণ হিসেবে প্রশাসন চিহ্নিত করেছে। প্রতিটি কেন্দ্রে পুলিশ, আনসার ও গ্রাম পুলিশের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী, বিজিবি ও র্যাব নিরাপত্তার দায়িত্ব পালন করছে। মোট ভোটার সংখ্যা ৮ লক্ষ ৯ হাজার ৯২ জন।